আবুল মনসুর আহমদ ব্যঙ্গসাহিত্যিক হিসেবে খ্যাতিমান। রাজনীতিবিদ ও সাংবাদিক হিসেবে দেশ ও সমাজের অসংগতিগুলো দেখেই ক্ষান্ত থাকেননি। হাস্যরসের মাধ্যমে পাঠকের সামনে তা তুলে ধরেছেন। সমাজের জন্য ভালোবাসা এবং সংবেদনশীল মন তাঁর গল্পগুলো বিশেষ রকম উপাদেয় করে তুলেছে। নির্বাচন, সমাজের মধ্যে বিভাজন, শিক্ষাব্যবস্থার সংকট—এসব নিয়ে এই লেখাগুলো আজকের দিনে হয়তো আরও বেশি প্রাসঙ্গিক।