এ বইটি ফুলকলিদের, যারা মাত্র পড়তে শিখেছে। তাই, দু’-চারটি কৈশোরিক বাদে, ছড়াগুলো যুক্তবর্ণমুক্ত। ‘আগডুম বাগডুম’ ও ‘হাট্টিমা টিম টিম’-এর মানে না থাকলেও মূল্য আছে—কিন্তু আমরা নিছক শব্দের খেলা ও কল্পনার আনন্দেই অবসান মানি নি, সঙ্গে মনের শিক্ষার দিকটায়ও আলো ফেলেছি। ছড়া হলো সাহিত্যের সবচেয়ে পুরনো ধারা, এবং কঠিন। আমাদের কালজয়ী ছড়াগুলো কারও লেখা নয়, অজ্ঞাত অখ্যাত অশিক্ষিত কৃতীদের বোনা—লোকপরম্পরায় যুগযুগান্ত পেরিয়ে এসেছে মুখে মুখে আবৃত্ত হতে হতে। আধুনিক শিক্ষিতজনদের হাতে সেই ছড়া নয়া ছাঁচে শিল্পিত মার্জিত বিচিত্র হয়েছে—কিন্তু লোকছড়ার মতো কালোত্তর সিদ্ধিরেখা ছাড়িয়ে উঠতে পারে নি। তেমন সিদ্ধির অভিসন্ধি আমাদেরও নেই। তবে বিশ্বাস আছে, এ ছড়াগুলো শিশুরা পছন্দ করবে। মনের আনন্দে আওড়াতে আওড়াতে মুখস্থ করে ফেলবে। কেননা অনেকেই সেটা দিব্যি করে চলেছে, ছেপে মলাটবদ্ধ হয়ে বেরুবার আগেই।