মাথা থেকে পা পর্যন্ত ঢাকা, শুধু দুটো চোখ দেখা যাচ্ছে—পশ্চিমের কোনো দেশের রাস্তায় এই বেশে একজন মুসলিম নারী হেঁটে যাবে আর কিছু মানুষ তীব্র প্রতিক্রিয়া দেখাবে না—এ অস্বাভাবিক। কখনো আতঙ্ক, কখনো ভয়, কখনো বা ভূত দেখে চমকে উঠার মতো পরিস্থিতি খুব স্বাভাবিক। কিন্তু কখনো কি ভাবা হয়েছে পর্দার আড়ালে আসলে সে কে? তার অন্তরালের জীবনটা কেমন? তার চিন্তাভাবনা, আশা, আকাঙ্ক্ষা কি আমার আপনারই মতো, নাকি ভিন্ন কিছু?
ফ্রম মাই সিস্টারস’ লিপস্ বইয়ে নাইমা রবার্ট সবিস্তারে বর্ণনা করেছেন তার ইসলামে আসার গল্প, যেখানে আসাটাই ছিল তার কাছে সবচেয়ে বেশি যৌক্তিক। আর আছে বিগত বছরগুলোয় তার সাথে পরিচয় হওয়া কজন বিস্ময় নারীর গল্প—যারা তার মতোই ইসলামকে স্বেচ্ছাবরণ করে নিয়েছেন। সব মিলিয়ে এ এক হাত ধরাধরি করে পথচলার কাহিনী। বিয়ে থেকে শুরু করে মাতৃত্ব, জীবন, আত্মসমর্পণ, আত্মছবি—সবকিছুর মিশেলে এ হচ্ছে কিছু দৃঢ় আওয়াজ, গর্বিত কণ্ঠস্বর—যা সচরাচর শোনা যায় না।