অনুবাদক মুহাম্মদ ওহীদুল আলম। জন্ম চট্টগ্রামে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজি ভাষা ও সাহিত্যে লেখাপড়া। যমুনা অয়েল কোম্পানির কর্মকর্তা ছিলেন। অবসরে অনুবাদকর্ম ও লেখালেখিতে নিমগ্ন। শিক্ষা-সাহিত্য-গবেষণা প্রতিষ্ঠান কোর নলেজ ফাউন্ডেশন’-এর সাহিত্য পরিচালক। সম্পাদনা করেছেন লিটল ম্যাগাজিন কোর নলেজ ফাউন্ডেশন পত্রিকা। পারিবারিক জীবনে স্ত্রী ও চার কন্যাসন্তান। অনূদিত গ্রন্থের মধ্যে রয়েছে: ফেউড্রা, মূল: সেনেকা; আবদুল্লাহ আল-মামুন আল-সােহরাওয়ার্দি গ্রন্থিত দ্য। সেয়িংস অব মুহাম্মদ-এর অনুবাদ অমিয় বাণী দি ডাচেস অব মালফি মূল: জন ওয়েবস্টার পবিত্র মদীনার সচিত্র ইতিহাস মূল: শেখ সফিউর রহমান মােবারকপুরী; ফাযায়েলে দোয়া মূল: মুহাম্মদ আলী নকী খান ও আহমদ রেজা খান আল্লাহর নবী (সা.)-এর শিশু কিশাের সাহাবা, মূল: শেখ সফিউর রহমান মােবারকপুরী উড়াও চেতনার কেতন, সম্পাদনা।