In 'Self Portrait 1991', a poem in this volume, Murtaja Baseer mentions his calling and hobbies: painting, reading, gathering matchbox labels from home and abroad, philately, researches into Bengal Sultanate. He does not, however, tell of his efforts at producing fictions and poems, nor of collection of coins. Murtaja Baseer is in fact, a multifaceted talent. He is. Indeed, a front ranking painter of Bangladesh. His fictions have elicited eager responses from the readers who also took interest in his poems. His historical researches have been well received at home and abroad..... He has himself rendered the poems into English. The present volume is basically a work of translation, the originals merely accompany the renditions. .... The pieces, in the main, are love poems. These are references to nature and to places at home and abroad,?but all these are presented as a background of the emotional experience. The poems deal with the variety of deep feelings of love. As a versifier he is quite careful about the metre. His style is simple and graceful. .... Anisuzzaman
Murtaja Baseer (born 17 August 1932), who has established his individual style, is considered one of the foremost painters of Bangladesh. He is also known as a versatile genius. Throughout his illustrious career, Baseer has gradually transformed his style into abstract realism. Baseer joined Dacca Art College as a student in 1949. The artist is the son of Dr. Muhammad Shahidullah, an outstanding scholar and linguist. Baseer is still actively exploring the diverse world of art. He has done a series of works articulating contemporary life and issues. Hope, aspiration and strange visions are evoked with passion in his images. Many are perhaps not familiar with Baseer's other identities. He is also a poet, short story writer, novelist, researcher, numismatist and filmmaker. Baseer has written novels and was acclaimed for his meticulous style and unique choice of themes. In 1954, he wrote a novel, titled Ultramarine. The novel was based on the contemporary life in Kolkata and the prevailing social issues. He had published a collection of short stories called Kanch-er Pakhir Gaan in 1969. He wrote two more novels -- Mitar Shangey Char Shandha and Amitakkhar. He has a collection of selected works, Murtaja Baseer: Murto O Bimurto. He was a regular contributor to now defunct literary journals like Dilruba, Samakal and Saogat. Baseer's first published poem was Parbe Na. The poem delved deep into patriotism and socialism. It was included in Ora Pran Dilo -- a compilation of poems on the Language Movement, which was published from Calcutta (now Kolkata) in 1952. The cover was designed from a linocut of Somnath Hore, a veteran Indian painter-sculptor. Baseer has also worked as a screenplay writer, art director and chief assistant director for the Bangla film Nadi O Nari in 1964, and as an art director for the Urdu film Kaise Kahoon in 1965. He was active in leftist politics during 1950s and was sent to prison for a while during erstwhile Pakistan government. He is a philatelist, which is lesser known fact about him. In 1987, he received a fellowship from British Council to carry out research on folk and traditional art of Bangladesh. In 1988, he visited several museums in Delhi, Calcutta, Banaras and 3000 villages under nine districts of West Bengal -- under the fellowship of Indian Council for Cultural Relations (ICCR). His work 'Mudra O Shilalipir Aloke Banglar Habshi Sultan O Tothkalin Samaj' was published in 2004. Several articles by Baseer have been published in the Journal of the Numismatic Society of India, a prestigious publication
মুর্তজা বশীর
ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্র কনিষ্ঠ সন্তান মুর্তজা বশীর (জন্ম ১৯৩২)। ১৯৫৪ সালে ঢাকায় গভর্নমেন্ট ইন্সটিটিউট অফ আটর্স্ (বর্তমানে চারুকলা ইন্সটিটিউট) থেকে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আশুতোষ ম্যুজিয়ম থেকে টিচার্স ট্রেনিং সার্টিফিকেট (আর্ট এ্যাপ্রিসিয়েশন) লাভ করেন। ১৯৫৬-৫৮ সালে ইতালীর ফ্লোরেন্সে একাদেমী দ্যেল বেল্লে আরটিতে চিত্রকলা ও দেয়াল চিত্র বিষয়ে অধ্যয়ন করেন। ১৯৭১-৭৩ সালে প্যারিসের ইকোলে ন্যাশিওনাল সুপিরিয়্যর দ্য বোজার্ট ও আকাদেমী গোয়েৎস-এ মোজাইক ও ছাপচিত্র বিষয়ে অধ্যয়ন করেন। ১৯৭৮ সালে যুক্তরাষ্ট্র সরকারের আমন্ত্রণে একমাসের জন্য আমেরিকায় আটটি ষ্টেটের বিভিন্ন ম্যুজিয়ম পরিদর্শন করেন। ১৯৬৩ সালে উর্দু চলচ্চিত্র কারোয়াঁর কাহিনী ও চিত্রনাট্য এবং ১৯৬৪ সালে নদী ও নারী চলচ্চিত্রের চিত্রনাট্য রচনা ও শিল্প নির্দেশনা করেন। ১৯৭৯ সালে তাঁর উপন্যাস আলট্রামেরীন এবং ২০০১ সালে নির্বাচিত রচনাবলী নিয়ে মুর্তজা বশীর: মূর্ত ও বিমূর্ত শীর্ষক গ্রন্থ প্রকাশ হয়। ১৯৮৯-৯৩ বেনারস বিশ্ববিদ্যালয়ের জার্নাল অফ্ দ্য নিউমিসম্যাটিক সোসাইটি অফ ইন্ডিয়াতে প্রাক-মুঘল যুগে বাংলার সুলতানদের শাসন আমলে প্রচলিত মুদ্রা বিষয় গবেষণাধর্মী একাধিক মূল্যবান নিবন্ধ প্রকাশ করেন। ১৯৮৭ সালে ব্রিটিশ কাউন্সিল ফেলোশীপে দু’মাসের জন্য লন্ডনে যান এবং ১৯৮৮ সালে ভারতের আই.সি.সি.আর ফেলেশীপে দিল্লী, বেনারস ও কলকাতার বিভিন্ন জাদুঘরে ‘বাংলা চিত্রকলার ঐতিহ্য’-এর ওপর গবেষণা করেন। ১৯৯৩ ও ১৯৯৫-১৯৯৬ সালে পুনরায় আই.সি.সি.আর-এর অনুদানের ‘মন্দির টেরাকোটা শিল্প’-এর ওপর পশ্চিম বঙ্গের প্রায় তিনশত গ্রামে সরজমিনে পর্যবেক্ষণ করার জন্য মাঠ পর্যায়ে অনুসন্ধান করেন। চিত্রশিল্পে অবদানের জন্য ১৯৭৫ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমী পুরস্কার এবং ১৯৮০ সালে একুশে পদক লাভ করেন। ১৯৭৩ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে সহকারী অধ্যাপক পদে যোগ দেন এবং ১৯৯৮ সালে প্রফেসররূপে অবসর গ্রহণ করেন।