যখন আমরা ছোট থেকে আস্তে আস্তে বড় হতে থাকি, ক্যারিয়ার বিল্ড আপ করার চিন্তাটা মাথায় তত বেশি জেঁকে বসতে থাকে। তখন চারপাশে থাকা ক্যারিয়ার অপশনগুলো দেখে মনে হতে থাকে, “ডাক্তার -ইঞ্জিনিয়ার হব, বিজনেস করব নাকি কোনো জব?’’
সত্যি বলতে এই ক্যারিয়ার গোল সিলেক্ট করার সময় বেশির ভাগই ব্যতিক্রম কিছু চিন্তা করেন না। তারা হয়তো কোনো জব করেন বা কোনো বিজনেস স্টার্ট করেন। আমার টার্গেট কিন্তু সেসব মানুষ নন।
বরং আমার টার্গেট হলেন ফ্রিল্যান্সাররা। আরেকটু স্পেসিফাই করে বলতে গেলে সেসব সাহসী ও ক্রিয়েটিভ ফ্রিল্যান্সার যারা এমন নিজের স্বাধীনতা বজায় রেখেই একটা স্টেবল ও স্মার্ট ক্যারিয়ার বিল্ড আপ করতে রেডি। এই মানুষগুলোই আমার কাছে ফ্রিডম ফ্রিল্যান্সার, যাদের লক্ষ্যপূরণে সহায়তা করতে আমি কাজ করে চলেছি বেশ কিছুদিন ধরে।
এবার আমার পরিচয়টা দিই। আমি আরিফুল ইসলাম। আমি প্রফেশনে একজন ডিজাইনার ও মার্কেটার। আমি বর্তমানে গ্রাফিক সোলো নামের একটা এজেন্সি রান করছি। আমার একটা ছোট ও এক্সপার্ট টিম রয়েছে। গত ছয় বছর আমার অসংখ্য ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সঙ্গে কাজের সৌভাগ্য হয়েছে।
নিজের প্রফেশনের বাইরে আমার একটা বৈশিষ্ট্য হলো, আমি মানুষকে শেখাতে খুব পছন্দ করি। ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ফিল্ডে অনেক বছর কাজের এক্সপেরিয়েন্স থাকায় এজেন্সি রান করানোর পাশাপাশি আমি এখন ফ্রিডম ফ্রিল্যান্সারদের নিজের স্মার্ট ক্যারিয়ার বিল্ড আপ করতে সহায়তা করার জন্যে তাদের সক্রিয়ভাবে মেন্টরিং করছি।
আমার আরিফ নোটস নামে একটা ব্লগ, একটা ফেসবুক পেজ ও একটা গ্রুপ আছে, যেখানে আমি ফ্রিল্যান্সারদের জন্য হেল্পফুল ব্লগ, ভিডিও ও রিসোর্স শেয়ার করে থাকি। একইসঙ্গে যারা ফ্রিল্যান্সিংয়ে এক্সপার্ট, তাদের লং-টার্মে স্ট্যাবিলিটি আনতে হেল্প করতে আমার একটা কোর্সও রয়েছে।
আমার এই ফ্রিডম ফ্রিল্যান্সার বইটাতে আমি একজন ফ্রিল্যান্সারের একদম শুরু থেকে লং-টার্মে ক্যারিয়ার বিল্ড আপ করতে যেসব গাইডলাইন প্রয়োজন সেগুলোর সব ডিটেইলে প্রোভাইড করার চেষ্টা করেছি। তাই বিগিনার ও এক্সপার্ট ফ্রিল্যান্সাররা তো বটেই, আপনি যদি ফ্রিল্যান্সিং সম্পর্কে কিছু না-ও জানেন এবং এই ফিল্ডে ক্যারিয়ার বিল্ড আপ করতে ডিটেইলড গাইডলাইন চান, তাহলে বইটা পড়ে দেখতে পারেন। আবার এই সেক্টরটা সম্পর্কে জানতে চাইলেও এই বইটা পড়তে আপনার অবশ্যই ভালো লাগবে।
সবার জন্য শুভকামনা রইল। স্মার্ট ক্যারিয়ার বিল্ড আপ করতে আপনি রেডি তো?