ফররুখ আহমদ: জীবন ও সাহিত্যঃ
কবি ফররুখ আহমেদ। আয়ুষ্কাল অল্প। মাত্র ৫৬-৫৭ বছরের। কিন্তু তারই মধ্যে তিনি বাংলা কবিতার এক প্রোজ্জল কবি হিসেবে চিহ্নিত হয়ে আছেন।
সেই তিরিশের দশকে বুলবুল ও মাসিক মোহাম্মদী পত্রিকায় তিনি প্রথম প্রকাশিত হয়েছিলেন। তারপর থেকে মৃত্যুকাল পর্যন্ত অবিশ্রাম কাজ করে গেছেন।
বুদ্ধদেব বসু-সম্পাদিত প্রবাদপ্রতিম কবিতা পত্রিকায় লিখেছেন। প্রেমেন্দ্র মিত্র -সম্পাদিত প্রেম যুগে যুগে এবং সুকান্ত ভট্টাচার্য-সম্পাদিত আকাল সংকলনে তার কবিতা সেকালেই গৃহীত হয়েছে।
আব্দুল মান্নান সৈয়দ
সব্যসাচী লেখক হিসেবে খ্যাতিমান আবদুল মান্নান সৈয়দ শতাধিক গ্রন্থের রচয়িতা। কবি ও সমালোচক রূপে তাঁর যশের সঙ্গে যুক্ত হয়েছে গল্পকার ও ঔপন্যাসিক হিসেবেও । আলোড়নসৃষ্টিকারী সত্যের মতো বদমাশ ছিল তাঁর প্রথম কথাসাহিত্যিক প্রয়াস। সন্দীপন চট্টোপাধ্যায় একবার আবদুল মান্নান সৈয়দ-এর একটি গল্পগ্রন্থ পড়ে লিখেছিলেন, ‘বইটি আমার পাঠ-অভিজ্ঞতার অন্যতম শ্রেষ্ঠ পুরস্কার।’ সুনীল গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, ‘এটি নিছক গল্প-উপন্যাসের বই নয়, একটি পরীক্ষামূলক রচনা, ভেবেচিন্তে লেখা। যেসব রচনা সাহিত্যকে বিস্তৃত করে, পাঠককে শিক্ষিত করে-এই গ্রন্থটি সেই জাতের এবং এই লেখকের সেরকম যোগ্যতা আছে নিঃসন্দেহে।’ নন্দগোপাল সেনগুপ্ত বিশ্বসাহিত্যের অন্যান্য গল্পকারের সঙ্গে মান্নান সৈয়দ-এর গল্প আলোচনা করেছেন। মান্নান সৈয়দ তাঁর অন্যান্য লেখার মতো উপন্যাসেও কখনো এক-জায়গায় থাকেননি, ক্রমাগত নতুন নতুন বিষয় দখল করেছেন। ভাঙা নৌকা দেশবিভাগের পটভূমিকায় লেখা এক অসামান্য নতুন উপন্যাস।