সাম্য, মৈত্রী ও স্বাধীনতার বাণী নিয়ে আজ থেকে দুই শতাধিক বছর আগে ঘটেছিল ফরাসি বিপ্লব। সেই থেকে শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে সংগ্রামে সারা পৃথিবীর মানুষকে অনুপ্রাণিত করে আসছে এ ঘটনাটি। ফরাসি বিপ্লব হয়ে দাঁড়িয়েছে মানুষের বিদ্রোহ ও প্রতিরোধ-চেতনার শাশ্বত প্রতীক। ফরাসি বিপ্লবের দ্বিশততম বার্ষিকী উপলক্ষে লিখিত এই ছোট্ট বইটিতে কিশোর তথা সাধারণ পাঠকদের জন্য সেই ঐতিহাসিক ঘটনার বিবরণই তার পটভূমিসহ সংক্ষেপে কিন্তু অত্যন্ত প্রাঞ্জল ভাষায় তুলে ধরা হয়েছে। বর্ণনার সঙ্গে অনেকগুলো ছবি যুক্ত হয়ে বইটির আকর্ষণ বাড়িয়েছে।
মোরশেদ শফিউল হাসান
মোরশেদ শফিউল হাসান ১৯৫৩ সালের ২১ মার্চ জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রামের পলোগ্রাউন্ড রেলওয়ে স্কুল, কলেজিয়েট স্কুল এবং চট্টগ্রাম সরকারি কলেজে লেখাপড়া করেছেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন।