ফজর আর করব না কাযা (হার্ডকভার)
ফজর আর করব না কাযা Khubi vhalo likhse boita te
প্রত্যেকের জন্য মহা মূল্যবান বইটি, যতটুকু পড়েছি আমার মনে হয় জীবনে যা করেছি সব ভূল, জীবন যত নামাজ ছেড়ে দিয়েছি তাতে যে পাপ হয়েছে সত্যি তা ক্ষমার অযোগ্য, তার পরও ভরসা তোমার উপর আল্লাহ, তুমি ছাড়া কার কাছে চাইবো, হে আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করো, আজ থেকে পাচ ওয়াক্ত নামাজ জামায়াতের সাথে পড়ার তাওফিক দান করো। ""ফজর আর করবো না কাযা"" আরেকটা বই হলো বাংলার নাস্তিকদের জন্য, কথায় আছে না অল্প শিক্ষা ভয়ংকর, এই বইটা পড়ে আমি বুঝলাম মানুষ কুরআনের সামান্য ব্যাখ্যা পড়েই আল্লাহ তায়ালার বিরোধীতা করে, তাদের জন্য এটা পড়ো নতুন করে ঈমান আনো, চল সবাই এক সাথে কাধে কাধ মিলিয়ে আল্লাহর জান্নাতে যাই।
ফজর আর করবো না কাযা বইটি আরবি ভাষা থেকে অনূদিত। বইটির জন্মকথা থেকে শুরু করে ফজরের নামাজ এক ঈমানি পরীক্ষা। তার বিবরণও তার সময়মতো আদায় কুরআন ও হাদিসের আলোকে বর্ণনা তুলে ধরা হয়েছে। আমাদের প্রিয় নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মাহদরদি সচেতন ও সতর্ক সংস্থারক মানবচরিত্রের গতি-প্রকৃতি মনোবৃত্তি আবেগ-আকষর্ণ সম্পর্কে তিনি সম্যক অবগত ছিলেন। তিনি জানতেন, ফজর নামাজের ওয়াক্ত তুলনামূলক কঠিন। কারণ এই সময় প্রত্যেকে ঘুমের মগ্ন থাকে। আমি মনে করি আমার সমবয়সী বা বড় ভাই বোনদের প্রত্যেকের পড়া উচিতবইটি যদি তারা একবার বইটি পড়ে, তাহলে পড়ার পরের দিন থেকে কখনো ফজর নামাজ কাযা করবে না।আরামদায়ক বিছানা এবং ঘুমও তাদের ফজর নামাজ পড়া থেকে আটকে রাখতে পারবে না। অসংখ্য ধন্যবাদ লেখকে যিনি এত সুন্দর একটি বই এই সমাজকে উপহার দিয়েছেন।