ফ্ল্যাটল্যান্ড দ্বিমাত্রিক বিশ্বের এক বর্গের গল্প। যে বিশ্বে নারীরা সরলরেখা, সমাজ পরিচালনা করে বৃত্তেরা; আর বাহুর সংখ্যার ওপর নির্ভর করে নির্ধারিত হয় পুরুষদের শ্রেণি। গল্পকার বর্গ সে বিশ্বের এক গণিতবিদ। একদিন তার দেখা হয় ত্রিমাত্রিক বিশ্ব থেকে আসা অদ্ভুত এক আকৃতির সঙ্গে। তার কাছে দ্বিমাত্রিক বর্গ নতুন এক মাত্রার কথা জানতে পারে। বদলে যায় তার পুরো জগৎ। একমাত্রিক রেখাবিশ্বে অভিযানে যায় সে, মাত্রাহীন বিন্দুবিশ্বেও ঘুরে আসে। ত্রিমাত্রিক বিশ্বে ঘুরতে গিয়ে সে খুঁজে ফেরে চতুর্মাত্রিক বিশ্ব।
এই বহুমাত্রিক অভিযান আপনাকে ভাবাবে, সামাজিক অসঙ্গতি দেখিয়ে দেবে চোখে আঙ্গুল দিয়ে। আর প্রশ্ন করবে, আপনি যে বিশ্বে আছেন, যে মাত্রায় আছেন, তা-ই কি আসলে সব? গত ১০০ বছর ধরে যে গল্প লাখো পাঠককে মুগ্ধ করেছে, সেই বহুমাত্রিক অভিযানে আপনাকে স্বাগতম।