স্বপ্ন দেখতে ভালবাসেনা এমন কোন কুমারী হৃদয় নেই। স্বপ্নপুরুষের ছবি আঁকেনা এমন কোন পবিত্র অন্তর নেই। অথচ চাওয়ার সাথে পাওয়ার সমন্বয় সাধন করতে পারে এমন কোন চিন্তার ঠাঁই মনোজগতে নেই। মানুষ সারাজীবন যা চেয়ে আসে পাবার সময় তার প্রয়োজনীয়তা মিলাতে না পেরে হতাশ হয়, দুঃখ পায়, নিরাশ হয় তারপর একদিন প্রাপ্তিটাকেই প্রয়োজন মেনে আঁকড়ে ধরে। তারপর যেদিন সেটাও কোন কারণে হাতছাড়া হয়ে যায় তখন মন অজান্তেই এমন কিছু খোঁজে যা তার আত্মার খোরাক।
ওতে না থাকে চোখের চমক না থাকে চাহিদার দমক। সে কেবলই এক পশলা বৃষ্টি। শুকনো মরুর বুকে প্রশান্তির বারিধারা। ফিজা এমনই এক অনেক চাওয়ার না পাবার গল্প। ফিজা প্রতিটা নারী হৃদয়ের গভীর গোপন উষ্ণ দীর্ঘশ্বাসের গল্প। ফিজা অনেক পাবার পর হারিয়ে ফেলার গল্প। ফিজা দিশেহারা পঙ্কিলে স্বস্তির নিঃশ্বাস নেবার গল্প। ফিজা নতুন করে ভালবাসতে শেখার গল্প। ফিজা - পঙ্কিলে আঁকা এক অপরূপ নিসর্গ।