কাহিনী সংক্ষেপঃ গল্পটা তিন বন্ধুর- অলক, হরি আর রায়ানের। অনেক চেষ্টা-চরিত্রের পর য়রা ভর্তি হলো ভারতের সবচেয়ে বড় ইঞ্জিনিয়ারিং কলেজ-আইআইটিতে। কিন্তু কলেজ জীবনের শুরু থেকেই তিন বন্ধুকে তাড়া শুরু করল একের পর এক বিভীষিকা। এক সময় ওরা টের পেল, আসল গলদ হচ্ছে শিক্ষাব্যবস্থায়। শুরু হলো ঘাড়ত্যাড়া শিক্ষাব্যবস্থাকে বাগে আনার একের পর এক তোড়জোড়। কিন্তু যুগ যুগ ধরে একই নিয়মে চলে আসা শিক্ষাব্যবস্থা কি ছেড়ে কথা বলবে? দেখা গেল, একেবারে নিচের সারির ছাত্র উপাধি পেয়ে গেছে তিন বন্ধু। ভবিষ্যৎ, প্রেম, বন্ধুত্ব... এসবের নির্ণায়ক জিপিএ হয়ে দাঁড়িয়েছে এমন একটা সংখ্যা, যার রেশ টেনে বেড়াতে হবে সারাটা জীবন। আইআইটির অন্যান্য শিক্ষার্থীরা যখন পৃথিবী শাসন করবে, এই নিচু শ্রেণির ছাত্ররা তখন ধুঁকবে বেঁচে থাকার জন্য। কি হবে ওদের? তিন বন্ধু কি মুক্তি পাবে এই আজগুবি শিক্ষাব্যবস্থার খপ্পর থেকে? পারবে সফল হতে? প্রমাণ করতে পারবে, ওরা ফাইভ-পয়েন্ট-সামবডি নয়, ফাইভ-পয়েন্ট-সামওয়ান?
আদনান আহমেদ রিজন
চেতন ভগত
২২ এপ্রিল, ১৯৭৪ সালে দিল্লীতে জন্মগ্রহণ করা একজন ভারতীয় ঔপন্যাসিক, নিবন্ধকার, বক্তা ও চিত্রনাট্যকার হলেন চেতন ভগত। তার লেখা জনপ্রিয় বইগুলির মধ্যে রয়েছে "ফাইভ পয়েন্ট সামওয়ান" (২০০৪), "ওয়ান নাইট এ কল সেন্টার" (২০০৫), "দ্য থ্রি মিস্টেকস অব মাই লাইফ" (২০০৮), "টু স্টেটস (দ্য স্টোরি অব মাই ম্যারেজ)" (২০০৯), "রিভুল্যুশন ২০২০" (২০১১), এবং "হাফ গার্লফ্রেন্ড" (২০১৪)।