ফ্ল্যাপের কিছু কথাঃ রুমি আর জামি যমজ ভাই। দুজন দেখতে হুবহু একরকম। খুব কাছের লোকজন ছাড়া কেউ বুঝতেই পারে না কে রুমি, কে জামি। দুষ্টের শিরোমণি বলতে যা বোঝায়, রুমি আর জামি হচ্ছে তাই। আর দুজনেই খুব খারাপ ছাত্র। প্রতি পরীক্ষাতেই তিন চার সাবজেক্টে ফেল করে। ছোটমামা গিয়ে স্যারদের রিকোয়েস্ট ক ওপরের ক্লাসে তুলে দেয়। রুমি জামি এখন ক্লাস সেভেনের ছাত্র। সেকেন্ডর্টাম পরীক্ষায় দুজনেই তিনটি করে সাবজেক্ট ফেল করেছে। তারপর থেকেই শুরু হলো ঘটনা। সেই ঘটনা জানতে হলে পড়তে হবে এই বই।
ইমদাদুল হক মিলন
৮ সেপ্টেম্বর ১৯৫৫ বিক্রমপুরে জন্ম। প্রথম গল্প। ‘বন্ধু’ ১৯৭৩। প্রথম উপন্যাস যাবজ্জীবন ১৯৭৬। বাংলাদেশে সাহিত্যের পাঠক সৃষ্টিতে ব্যাপক ভূমিকা। তিন পর্বের দীর্ঘ উপন্যাস ‘নূরজাহান’ কালজয়ী সাহিত্য হিসেবে গণ্য। দেশ বিদেশে বহু পুরস্কারে সম্মানিত। বাংলা একাডেমি পুরস্কার ১৯৯২। তাকেশি কায়েকো মেমােরিয়াল এশিয়ান রাইটারস লেকচার সিরিজে বাংলা ভাষার একমাত্র লেখক হিসেবে অংশগ্রহণ ২০০৫। ভারতের আইআইপিএম সুরমা চৌধুরী স্মৃতি আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার ২০১২।