স্বপ্ন নিয়ে শুরু হয় নতুন জীবন। স্বপ্নমাখা চোখে মানুষ পথ চলে । কেউ সফল হয়; কেউ বা হয় না । তবে প্রচেষ্টা অব্যাহত রাখাই শ্রেয় । জীবনের হারিয়ে যাওয়া সুখ আবারো ফিরে আসে কারো কারো জীবনে৷ ‘ফিরে পাওয়া জীবন' উপন্যাসে শব্দের গাঁথুনির মাধ্যমে ঔপন্যাসিক রওশন আক্তার ফুটিয়ে তুলেছে মানুষের জীবনের ভাঙা-গড়ার নানা চিত্র । প্রয়োজন নারীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পারিবারিক শিক্ষা । একজন কর্মজীবী নারীকেও নিজ সংসার সামলাতে হয়। সংসার যজ্ঞে পুরুষদের চেয়ে নারীর দায়িত্ব অনেক বেশি।