ভূমিকা বিভিন্ন শিশু-কিশোর পত্রিকায় এবং শিশু একাডেমী পত্রিকায় এই গল্প গুলোর অধিকাংশ প্রকাশিত হওয়ার পরে বন্ধুরা এবং পাঠকদের কাছ থেকে বেশ সাড়া মেলে। তাদের অনুরোধে গল্পগুলোকে পুস্তকাকারে প্রকাশ করতে উৎসাহিত হই। জাগৃতি প্রকাশনীর ফয়সল আরেফিন দীপন আমার বড় ছেলের বন্ধু। ওর উৎসাহে আমি আরও কয়েকটি বই বের করেছি। আবারও ওর প্রেরণায় এ কাজে নামতে হল। আমার নাতি, নাতনীরা ভূতের গল্পের দারুণ ভক্ত। ওদের আগ্রহও আমাকে উৎসাহ যোগালো। এ বইটি শুধু ছোটদেরকেই আনন্দ দেবে না, বড়রাও অপার আনন্দ পাবে বলে আমি বিশ্বাস রাখি।