বাংলাদেশের উৎসবগুলোর জাঁক-জমকতা শব্দ ও ছবিতে ধারণের একটি প্রচেষ্টা হচ্ছে এই প্রকাশনাটি। লেখাগুলোতে পাওয়া যাবে উৎসবগুলোর উৎস ও বিকাশ অর্থাৎ রূপান্তর, অন্যদিকে ছবিগুলোতে প্রকাশ ঘটেছে এগুলোর চমৎকারিত্ব ও বিশালতা এবং যে আবহে এগুলো অনুষ্ঠিত হয় সেই আবহ।। ধর্মনিরপেক্ষ উৎসবগুলোতে জড়ো হয় সব ধর্মের মানুষ এবং এখানে প্রতিফলন ঘটে তাদের আশা ও আকাক্সক্ষা। একইসঙ্গে, ধর্মীয় অধিকাংশ উৎসবগুলোও সম্প্রদায়ের বেড়াজাল ডিঙিয়ে সার্ব্বজনীন রূপ নেয়, পরিণত হয় মানুষের উৎসবে।
সৈয়দ মনজুরুল ইসলাম
সৈয়দ মনজুরুল ইসলাম একজন প্রখ্যাত লেখক, অধ্যাপক এবং কলামলেখক। তিনি ১৮ জানুয়ারি ১৯৫১ সালে সিলেটে জন্মগ্রহণ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে, ১৯৮১ সালে কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে উইলিয়াম বাটলার ইয়েটস-এর কবিতা নিয়ে পিএইচডি অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন এবং সাহিত্য ও শিল্পকলায় বিশেষ প্রাজ্ঞ ছিলেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে "স্বনির্বাচিত শ্রেষ্ঠ গল্প," "আধখানা মানুষ," এবং "নন্দনতত্ত্ব"। "প্রেম ও প্রার্থনার গল্প" বইটি ২০০৫ সালে প্রথম আলো বর্ষসেরা সৃজনশীল বই হিসেবে নির্বাচিত হয়। সাহিত্যে তাঁর সার্বিক অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার (১৯৯৬) এবং একুশে পদক (২০১৮) লাভ করেন।
শামসুজ্জামান খান
বাংলাদেশের অন্যতম লােকসাহিত্য গবেষক ও প্রাবন্ধিক শামসুজ্জামান খানের জন্ম ১৫ জুন ১৯৩৭। কৈশােরেই তাঁর সাহিত্যচর্চার সূত্রপাত। স্কুলে পড়াকালে যৌথ সম্পাদনায় বের করেন হাতে-লেখা সাহিত্যপত্রিকা ‘পূর্বাভাষ'। প্রথম লেখা ছাপা হয় দৈনিক আজাদের মুকুলের মহফিল-এ, ১৯৫৭ সালে। 'লাল শার্ট' শিরােনামের গল্পটির বিষয় ছিল ভাষা আন্দোলনের শহিদ রফিকের জীবন। ষাটের দশক থেকে কচিকাঁচার মেলার সংগঠক হিসেবে অজিত কুমার গুহ, সুফিয়া কামাল, আবদুল্লাহ আল-মুতী এবং রােকনুজ্জামান খান দাদাভাইয়ের সঙ্গে সারা দেশ ঘুরে বেড়িয়েছেন।
তার উল্লেখযােগ্য গ্রন্থের মধ্যে আছে-মাটি থেকে মহীরুহ, বঙ্গবন্ধুর সঙ্গে আলাপ ও প্রাসঙ্গিক কথকতা, কালের ধুলােয় স্বর্ণরেণু, বাংলার গণসংগীত, আধুনিক ফোকলাের চিন্তা, বর্ধমান হাউসে রবীন্দ্রনাথ ও অন্যান্য প্রবন্ধ, সাম্প্রতিক ফোকলাের ভাবনা, বাংলা সন ও তার ঐতিহ্য ইত্যাদি। এ ছাড়াও শিশুসাহিত্যবিষয়ক অনেকগুলাে বই রয়েছে ।
তিনি ২০০১ সালে বাংলা একাডেমি পুরস্কার অর্জন করেন। ১৯৮৭ ও ২০১২ সালে অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার পান। এর আগে ১৯৬৭ সালে শামসুজ্জামান খানের সম্পাদনায় প্রকাশিত হয় কিশােরগল্প সংকলন 'সূর্যমুখী'। সংকলনটি তৎকালীন পূর্ববাংলার শিশুকিশাের সাহিত্যে একটি উল্লেখযােগ্য সংকলন হিসেবে বিবেচিত হয় এবং ১৯৬৮ সালে জাতীয় শিক্ষা সপ্তাহ পুরস্কার অর্জন করে।
শিক্ষকতা দিয়ে তাঁর কর্মজীবন শুরু। ২০০৯ সাল থেকে তিনি বাংলা একাডেমির মহাপরিচালক পদে অধিষ্ঠিত রয়েছেন। ২০১৭ সালে তিনি বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার স্বাধীনতা পদকে ভূষিত হয়েছেন।
আনিসুজ্জামান
আনিসুজ্জামান (১৮ ফেব্রুয়ারি ১৯৩৭ - ১৪ মে ২০২০) ছিলেন একজন প্রখ্যাত বাংলাদেশী শিক্ষাবিদ, লেখক ও জাতীয় অধ্যাপক। তিনি ১৯৩৭ সালের ১৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলার বসিরহাটে জন্মগ্রহণ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্যের ইমেরিটাস অধ্যাপক ছিলেন। ভাষা আন্দোলন (১৯৫২), উনসত্তরের গণঅভ্যুত্থান (১৯৬৯), এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তিনি সক্রিয় অংশগ্রহণ করেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে রয়েছে ‘মুসলিম মানস ও বাংলা সাহিত্য’, ‘আমার একাত্তর’, এবং ’সোশ্যাল এস্পেক্টস অব এন্ডোজেনাস ইন্টেলেকচুয়াল ক্রিয়েটিভিটি’। প্রবন্ধ গবেষণায় অবদানের জন্য তিনি ১৯৭০ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ১৯৮৫ সালে একুশে পদক, ২০১৫ সালে স্বাধীনতা পুরস্কার, এবং ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ পুরস্কার লাভ করেন।