ফ্ল্যাপের কিছু কথাঃ মন আজ বিষণ্ন। অঝোর ধারায় বৃষ্টি নেমেছে পৃথিবীতে। ভেসে যাচ্ছে চারদিক। শীতের কুয়াশার মত ঘিরে আছে বৃষ্টিধারা েএকটানা সুরে, বিরহে মন পাগল হয়ে কাঁদতে ইচ্ছে করে। কিন্তু আসে না জল চোখে, বুক ফেটে যায় শুধু। ওঠে ভেসে বৃষ্টির মাঝে দীপ্রর সেই অতি চেনা মুখ, বড় করুণ তার আদল। চোখ বন্ধ করলে দীপ্রর ছবি মুছে গিয়ে ভাসে অথৈর ছবি। সে গ্রহণ করবে কাকে? অথৈ ফিরিয়ে দিয়েছে শূন্য হাতে। ফিরিয়ে দিয়েছে তৃণা দীপ্রকে। ভাল লাগে তৃণার অথৈকে, ভালও বাসে। দীপ্রর ভাল লাগে তৃণাকে, বন্ধ ভালোবাসা তৃণার প্রতি তার। চাওয়া-পাওয়ার হিসেব-নিকেশ কেন এমন হয়? তাহলে কি জীবন চলে রেললাইনের মত, মিলন হয় না কোনোদিন? কত প্রশ্ন জাগে মনের কোণে। দীর্ঘশ্বাস আসে বারেবারে। অথৈ সাগরে আজ তৃণা খাচ্ছে হাবুডুবু। কে বাঁচাবে তাকে? অথৈ? নাকি দীপ্র?