প্রকাশকের কথা বহুধা প্রতিভার অধিকারী বিশ্ববরেণ্য চলচ্চিত্র পরিচালক ও লেখক সত্যজিৎ রায়কে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কোন প্রয়োজন পড়েনা। তবুও আমরা প্রায় পনের বছর পর তাঁর নতুন বই প্রকাশ করতে গিয়ে তাঁকে আবার স্মরণ শ্রদ্ধাভরে।
বর্তমান গ্রন্থ ‘ফেলুদার অভিযান’ সত্যিকার অর্থে একটি অভিনব গ্রন্থ। সত্যজিৎ রায়ের সৃষ্টি করা যেসব চরিত্র পাঠকের মনে প্রচুর দাগ কেটেছে তাদের মধ্যে একজন ফেলুদা। যেখানে ফেলুদা আছে সেখানে আমরা তোপসেকে আশা করতেই পারি। এদের দু-জন এবং আরো অনেক অনেক চরিত্রের সমাবেশ ঘটিয়ে সত্যজিৎ রায় সৃষ্টি করেছেন তাঁর অনবদ্ধ গোয়েন্দা কাহিনী ‘ফেলুদার অভিযান’। ফেলুদাকে নিয়ে সত্যজিৎ রায়ের আরো লেখা আছে। তবে এগুলো বাছাই।
বাংলাদেশে বইটি প্রথম প্রকাশিত হলো। আশা করি আমাদের প্রকাশিত সত্যজিৎ রায়ের অন্যান্য গ্রন্থের মতো এই গ্রন্থটিও সমাদৃত হবে।
-প্রকাশক
সত্যজিৎ রায়
সত্যজিৎ রায় (২ মে ১৯২১ – ২৩ এপ্রিল ১৯৯২) একজন প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার, শিল্প নির্দেশক, সঙ্গীত পরিচালক ও লেখক। কলকাতার রায় পরিবারে জন্ম নেওয়া সত্যজিৎ রায়ের চলচ্চিত্র কর্মজীবন বাণিজ্যিক চিত্রকর্ম থেকে শুরু হলেও ফরাসি ও ইতালীয় চলচ্চিত্রের প্রভাবের পর তিনি চলচ্চিত্র নির্মাণে উদ্বুদ্ধ হন। তার প্রথম চলচ্চিত্র, *পথের পাঁচালী* (১৯৫৫), ১১টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করে এবং এটি অপু ত্রয়ী হিসেবে পরিচিত। সত্যজিৎ রায় তার কর্মজীবনে ৩৭টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন এবং তাকে বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতাদের অন্যতম হিসেবে বিবেচনা করা হয়। তার লেখা কাল্পনিক চরিত্র ফেলুদা ও প্রোফেসর শঙ্কু অত্যন্ত জনপ্রিয়। তিনি একাডেমি সম্মানসূচক পুরস্কার (অস্কার), ভারত রত্ন ও পদ্মভূষণসহ নানা মর্যাদাপূর্ণ পুরস্কার লাভ করেছেন। ২০০৪ সালে বিবিসির সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি তালিকায় ১৩ তম স্থান লাভ করেন। ১৯৯২ সালে হৃদযন্ত্রের জটিলতার কারণে তাঁর মৃত্যু হয়।