সেক্যুলারিস্টদের চরিত্রের পোস্টমর্টেম করলে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় নাস্তিকতা মানে সৃষ্টিকর্তায় অবিশ্বাস নয়, বরং অন্ধ ইসলামবিদ্বেষীই নাস্তিকতা৷ এই সেক্যুলারিস্ট'রা ইসলামের বিধি-বিধানকে বন্দি কারাগার হিশেবে প্রমাণ করতে হরদম ব্যস্ত৷ পশুত্ব বরণের প্রয়াসে তারা আল-কুরআনকে তুচ্ছ-তাচ্ছিল্য করে৷ অথচ সপ্তম শতাব্দীর আল-কুরআন নামক কষ্টিপাথর দ্বারা যখন একবিংশ শতাব্দীর বিজ্ঞানর গবেষণা পরীক্ষিত হয়ে সত্যতার প্রমাণ দেয়, তখন তারা উটপাখির মতো মুখচোরা স্বভাবের পরিচয় দিয়ে বিজ্ঞান'কেও নীরব খুনের অপচেষ্টা করে৷ এরা স্বপ্ন দেখে পৃথিবী থেকে ইসলাম বিলুপ্ত করার, যেন মনুষ্যত্বকে বলি দিয়ে পশুত্ব বরণে আর কোন বাঁধা না থাকে৷ এদের আকাশ কুসুম ভাবনা, অবান্তর ও অযৌক্তিক প্রশ্নের জবাব দিতে এবং তাদের সাজানো অন্ধকারে সমাজের সাধারণ মানুষদের গোমরাহ হওয়া থেকে মুক্ত করতে এই পৃথিবীতে একদল প্রদীপের জন্ম হয়৷ যারা সমাজের এত সব মিথ্যার ভীড়েও অদম্য সাহস নিয়ে সত্যের আলো জ্বালায়৷ সেই অন্ধকারের প্রদীপ, সেই সাহসীদের একজনই ফাতিমা কুসুম৷