ফ্ল্যাপের কিছু কথাঃ সাবরিনা স্বীকৃত এক পতিতাশ্রয়ী নারী। তিনি নিজে এই কাজে লিপ্ত না হয়েও অন্য নারীদেরকে এই কাজে নিয়োজিত করার জন্য প্ররোচিত ও উৎসাহিত এবং নিয়োজিত করেন। তিনি অন্ধকারে চোরাগলিতে এক চেইনওয়ার্কের মাধ্যমে একটি নিষিদ্ধ বলয় নির্মাণ করে চলেছেন যার সমূলে বিনাশ করা যুগের দাবি। সমাজের বিত্তশালী এবং ক্ষমতাধর ব্যক্তিবর্গের সঙ্গে তার বড় অপরাধ সংঘটিত হওয়ার জন্যও তৎপর থাকতে পারেন যা এখানে মাত্র সন্দেহ প্রকাশ করা হয়েছে।
তবে সার্বিক দিক বিবেচনা করে আদালত পুষ্পকে দশ বছর বিনাশ্রম কারাদও এবং সাবরিনাকে আট বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে।