কাহিনী সংক্ষেপঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে দারুণ কাজ দেখাচ্ছিল ব্রিটেনের গোয়েন্দা সংস্থা এমআইফাইভ। একের পর এক তারা পাকড়াও করছিল জার্মান গুপ্তচরদের। কিন্তু তারপরেও কীভাবে যেন একজন গুপ্তচর সবাইকে ফাঁকি দিয়ে বেরিয়ে যাচ্ছিল বারবার। তার নাম হেনরি ফেবার, কোড নেম ‘নিডল’। দুর্ভাগ্যক্রমে, সে এমন অসাধারণ এক তথ্য আবিষ্কার করে ফেলল, যার ফলে যুদ্ধে জার্মানির জয় হয়ে গেল মাত্র সময়ের ব্যাপার। ব্যতিব্যস্ত হয়ে উঠল এমআইফাইভ। নিডলকে ধাওয়া শুরু করল তারা। পিছনে শত্রু লেগেছে বুঝতে পেরে পালাতে লাগল নিডলও। তার জন্য সাগরে অপেক্ষা করছে সাবমেরিন। তবে তার পথে বাধা মাত্র একজনই। তার নাম লুসি রোজ! পাঠক, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার এসপিওনাজ ভুবনে আপনাদের আরেকবার আমন্ত্রণ।