ফ্ল্যাপের কিছু কথাঃ ঘটনার পাদদেশ থেকে শুধু বিবরণকে কুড়িয়ে আনাই রিপোটিং নয়। খাঁটি রিপোর্টারকে হতে হয় সুলুকসন্ধানী।অনেকটা খনিশ্রমিকের মতো তার কাল-ঘটনাকে ছেনেখুঁড়ে সত্যাতিরিক্ত সত্যকে খুঁজে বের করা।আর তাই ‘সকলেই কবি নয়; কেউ কেউ কবি’র মতো বলা যায়, সকলেই রিপোর্টার নয়; কেউ কেউ রিপোর্টার। পীর হাবিবুর রহমান এমন একজন আপাদমস্তক রিপোর্টার, ঘটনাকে যিনি শুধু বাইরে থেকে নন, ভিতর থেকেও পর্যবেক্ষণ করতে জানেন।বর্তমানের ওপর চৌদ্দ আনা আলোকপাত করে অতীত ও বর্তামানের মধ্যে সেতুবন্ধ রচনার ক্ষেত্রেও তিনি সিদ্ধহত।এক্সক্লুসিভ সেই কালতিরিক্ততারই সাক্ষ্য দেয়।বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক প্রেক্ষাপটে একে প্রতি-ইতিহাস হিসেবেও দেখা যেতে পারে। ইতিপূর্বে প্রকাশিত এই লেখকের প্রথম বই অফ দ্য রেকর্ড-এর মতো এই বইও আমাদের রাজনীতির একটি ঐতিহাসিক দলিল হয়ে থাকবে।প্রচল ইতিহাসের মতো একরৈখিক নয় সেই ইতিহাস।বহুরৈখিকতাই স্বভাব।ফলে রাজনীতি থেকে সাহিত্য, সাহিত্য থেকে স্ক্যান্ডাল, স্ক্যান্ডাল থেকে নিটোল প্রেমের আখ্যানে সাবলীল ঘুরে বেড়ানোর ক্ষেত্রে একটি দূরস্থায়ী বই-পীর হাবিবুর রহমানের এক্সক্লুসিভ।