"এভরিথিং ইজ ফাক্ড" বইয়ের পিছনের কভারের লেখা:
আমরা অদ্ভুত একটা সময়ে বাস করছি। ইতিহাসের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে সবকিছুই উন্নত, সস্তা আর প্রাচুর্যে পরিপূর্ণ। কিন্তু তবুও সবকিছুই কেমন যেন উচ্ছন্নে চলে গেছে- বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, সরকার ব্যর্থ হচ্ছে, অর্থনীতি ভেঙে পড়ছে, মানুষ অল্পতেই অপমান বোধ করছে। সবকিছু মিলিয়ে আশাহীন একটা সময় পার করছি আমরা। হচ্ছেটা কী আসলে? কেউ যদি থেকে থাকে সমস্যাটা ধরিয়ে দেবার আর সেই সমস্যা সমাধানে সাহায্য করবার মতো, তাহলে সেটা মার্ক ম্যানসন। “এভরিথিং ইয ফাকড” বইতে মার্ক ম্যানসন তুলে এনেছেন প্রতিটি মানুষের অন্তর্নিহিত ত্রুটিগুলো, পৃথিবীতে চলমান বিপর্যয়সমূহকে। প্লেটো, নিৎশে আর টম ওয়েইটসের মতো ব্যক্তিদের জ্ঞানকে পুঁজি করে তিনি বর্ণনা করেছেন বর্তমান যুগের সঙ্কটের ধরণ ও তার কারণ। ধর্ম ও রাজনীতির ব্যবচ্ছেদের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন এই দুইয়ের মাঝে সম্পর্ককে। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন অর্থের সাথে আমাদের সম্পর্ককে, বিনোদনের সাথে ইন্টারনেটের অপরিহার্যতাকে। ইতিবাচক কিছু আমাদের কীভাবে কুড়ে খেতে পারে তাও দেখিয়েছেন নির্দ্বিধায়। আমাদের বিশ্বাস, আনন্দ, স্বাধীনতার সংজ্ঞাকে করেছেন প্রশ্নবিদ্ধ; বাদ দেননি আশাকেও। স্বভাবসুলভ হাস্যরস আর তীর্যক বাক্যের মাধ্যমে এই বইয়ে লেখক আমাদের চ্যালেঞ্জ করেছেন নিজের প্রতি সৎ হবার, বাইরের দুনিয়ার সাথে নিজেকে সংযুক্ত করার। চলুন পাঠক, আরেকবার ঘুরে আসা যাক মার্ক ম্যানসনের তেতো সত্যের দুনিয়ায়!