ইউরোপের খ্যাতনামা সাতটি শহরের কথকতা, সকাল-সাঁঝের গল্প আর মোহনীয় রূপময়তায় ঘেরা গ্রন্থটি। চিরযৌবনা প্যারিসের লাস্যময় রূপ, সুরসম্রাট মোজার্টের স্মৃতিধন্য সুরমুর্ছনার শহর সোলজবার্গ, বহমান দানিয়ুবের স্নেহমাখা ব্রাতিস্লাভা, বহুজাতিক মাদ্রিদ, বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহর ভিয়েনা, ইউরোপ আর এশিয়ার সেতুবন্ধ সুলতান সুলেমানের ইস্তাম্বুল, আল্পসের কোলে এক টুকরো সবুজ-স্বর্গ লিসটেনস্টেইন; এক মলাটে লেখক তুলে এনেছেন সাতটি শহরের দশদিগন্ত।
বৈচিত্র্যময় জগৎ। তারচেয়ে বৈচিত্র্যময় মানুষের জীবন-জীবিকা, সংস্কৃতি, পরিবেশ আর চোখ ধাঁধানো উন্নয়ন। কোথাও পাহাড়, সুউচ্চ পর্বত, উপত্যকা, সমতলভূমি; আবার কোথাও উষ্ণতা, শীতলতা, বরফগলা শুভ্রতা, প্রবাহমান নদী, তরঙ্গসংকূল সাগর-মহাসাগর; এসবের মাঝেই নোঙর করে জীবনের কোলাহল
আবু নাছের টিপু
আবু নাছের টিপু একজন সরকারি চাকুরিজীবি। বাংলাদেশ সিভিল সার্ভিস তথ্য ক্যাডারের সদস্য। লিখছেন ছাত্রজীবন থেকেই। পেয়েছেন জাতীয় পর্যায়ে পুরস্কার। লিখেন ছােটগল্প। শিক্ষা, সমসাময়িক উন্নয়ন, গভর্নেন্স ইস্যুতেও লিখছেন নিয়মিত। জন্ম ১৯৭৩ সালে, নােয়াখালীর সেনবাগ উপজেলার মইজদীপুর গ্রামে। পড়াশুনা করেছেন অর্থনীতিতে। নরওয়ে সরকারের বৃত্তি নিয়ে পাবলিক পলিসি এন্ড গভর্নেন্স বিষয়ে এবং বিশ্বব্যাংক ও মাল্টিডােনার ট্রাস্টফান্ডের অর্থায়নে মাস্টার্স করেছেন ম্যাক্রোইকোনােমিক্স পলিসি বিষয়ে। পার্বত্য জেলা বান্দরবান থেকেই কর্মজীবন শুরু। বর্তমানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা। এর আগে কাজ করেছেন তত্ত্বাবধায়ক। সরকারের প্রধান উপদেষ্টার সহকারি প্রেস সচিব পদে। এছাড়াও কাজ করেছেন শিক্ষা এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে। ইতােমধ্যে ভ্রমণ বিষয়ক চিরযৌবনা বার্সেলােনা, গবেষণাধর্মী বাংলাদেশের উচ্চশিক্ষা সাম্প্রতিক বাস্তবতা ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সাম্প্রতিক প্রবণতা, জীবনীগ্রন্থ একুশে পদক ও স্বাধীনতা পুরস্কার, উন্নয়ন বিষয়ক সাফল্যের ধারাবাহিকতায় যােগাযােগখাত এবং আইন বিষয়ক গণমাধ্যম ও প্রকাশনা বিষয়ক আইন শিরােনামে ৭টি গ্রন্থ প্রকাশিত হয়েছে।