খ্রিস্টীয় নবম থেকে তেরোশ শতক পর্যন্ত এ পাঁচশ বছর মুসলমানরা জ্ঞান-বিজ্ঞান প্রসারে নিবেদিত ছিল। তবে নবম, দশম ও একাদশ সাল ছিল মুসলিম বিজ্ঞান-দর্শন -সাহিত্যকর্মের স্বর্ণযুগ। ইউরোপের অন্ধকার যুগে আরবরা পাঁচশ বছর ধরে বিশ্বমানবতার পাশ্চাত্য সভ্যতা ইউরোপীয় রেনেসাঁর ফসল। "ইউরোপীয় রেনেসাঁ ও ইসলাম" গ্রন্থে লেখক ইউরোপীয় রেনেসাঁ ইসলাম ও মুসলমানদের অবদানের কথা নিপুণভাবে তুলে ধরেছেন।