"ব্যক্তিগত কিম্বা ঐতিহাসিক — দুই ক্ষেত্রেই দেবাংশুর দেখার দৃষ্টিটি একটি মননশীল জীবনবোধের পরিচয় দেয়, যা সত্যি করেই আজকের রম্য লেখাপত্তরের বাজারে দুর্মূল্য। তাই এখনও যখন কোনও আলাপচারিতায় বলতেই হয় ‘আমি বাঙালি’, ভাবি এখনও আমার দেশজ নাগরিক হওয়া হল না বুঝি। হয়তো আরও কিছু উপলব্ধির পর অন্তর্লীন বিশ্বাস থেকেই বলতে পারব, দ্বিধাহীন সততায় — ‘না, আমি ভারতীয় মাত্র।’" -- দেবাংশুর লেখালেখি নিয়ে অমিতাভ নাগের এই মূল্যায়ন যথাযথ। দেবাংশু নিজের পড়াশোনার জন্যে লিখেছেন কম। কিন্তু যে কটি লিখেছেন, সেই ছটা রত্ন আমরা দুই মলাটে সাজিয়ে দিয়েছি 'দস্তরখানের নেশাড়ু' বইটিতে। এছাড়া মানুষ দেবাংশু, লেখক দেবাংশু-কে নিয়ে রয়েছে আরও ছ জন বন্ধুর আলোচনা। প্রচ্ছদ এঁকেছেন সুমিত রায়।