আমরা সকলেই জানি বাংলার মুসলিমদের হাজার বছরের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ ও গৌরবোজ্জ্বল। কিন্তু মাঝখানে মাত্র ১৯০ বৎসর ব্রিটিশ শাসনের মারপ্যাঁচে এত শোচনীয় কিভাবে হলো ? এই প্রশ্ন সকলের। যা ঘটনা বহুল ঘটনা। ইংরেজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে এই উপমহাদেশে সর্বপ্রথম বাংলায় গোড়াপত্তন করেছিল। বাংলায় তাদের জমিদারী ছিল, সামরিক ঘাঁটি ছিল। বাংলার সম্পদ যেমন তাদের মুগ্ধ করেছিল তেমনি এই অঞ্চল কেন্দ্রীয় মুসলিম শাসকের রাজধানী থেকে অনেক দূরবর্তী হওয়ায় সে সুযোগই গ্রহণ করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। শুবে বাংলা বিভিন্ন নদীনালা বন-জঙ্গলে ভরপুর থাকায়, মুসলিম কেন্দ্রীয়শাসন ব্যবস্থা এই অঞ্চলে দুর্বল হয়ে পড়ে যে কারণে শুবেবাংলাকে কেন্দ্র করে বাংলার স্বাধীন নবাবী আমল শুরু হয়।