জন্ম ও বেড়ে উঠা ঢাকা শহরে। ঢাকায় স্কুল ও কলেজ পাঠ শেষে সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেছেন। এরপর সুইডেন ও ইংল্যান্ডে উচ্চ শিক্ষা নিয়ে বর্তমানে এস্তনিয়ার একটা বিশ্ববিদ্যালয়ে ক্রিয়েটিভিতি এন্ড ইনোভেশন ডিপার্টমেন্টের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া ঢাকার নর্থ-সাউথ ইউনিভার্সিটি এবং আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ছিলেন। নিয়মিত কলাম লিখেছেন প্রথম আলো পত্রিকায়। লেখকের প্রথম উপন্যাস মায়াবী তুষার রাত্রি ২০১৫ সালে এবং দ্বিতীয় বই এসো মানুষ হই ২০১৯ সালের বই মেলায় প্রকাশিত হয়েছে। সব শেষ বই লাইফ এজ ইট ইজ প্রকাশিত হয়েছে ২০২৩ বই মেলায়।
আমিনুল ইসলাম
আমিনুল ইসলামের জন্ম কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার রহিমপুর গ্রামে। পিতা স্কুল শিক্ষক মোঃ নুরুল ইসলাম, মায়ের নাম আনোয়ারা খাতুন। শৈশোব থেকেই বই পড়া ছিলো তার একমাত্র নেশা। ২০০১ সালে কিশোরগঞ্জ সদরের হাশমত উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ২০০৩ সালে আলীনেওয়াজ খান কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরবর্তিতে পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অয়াকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস ডিপার্টমেন্টে। ইতিহাস, আন্তর্জাতিক সম্পর্ক ও সমসাময়িক ঘটনাবলী নিয়ে গবেষণা করতে ভালোবাসেন। সেই ভালোবাসা থেকে ২০২০ সালে প্রথম বই লিখেন "গল্পে গল্পে বিশ্ব ভ্রমণ"।