২০০১ সালের প্রথম প্রকাশের উনিশ বছর পর ২০২০-এর ফেব্রুয়ারি বইমেলায় আবার ফিরে এলো ঈম্বরদী, মেয়র ও মিউলের গল্প। এই কব্যগ্রন্থে এ-ভূখন্ডের দীর্ঘ ১৫ বছরের সামরিক ও স্বৈরশাসনের নিপীড়ন, হুংকার ও বিভীষিকাময় পটভূমিকে নৌযাত্রার প্রতীকী প্রকাশের মধ্য দিয়ে বাংলা কবিতায় নতুন িএক মহাকাব্যিক ব্যঞ্জনা সৃষ্টি করেছেন কবি মাসরুর আরেফিন। বিস্ময়কর এই কব্যগ্রন্থে বিচিত্র বর্ণ-পেশার লাখো মানব চরিত্রের বাইরেও প্রকৃতি ও জড়- জগতের কোলাহল পাঠককে হতচকিত করে তোলে।