"এসো গল্পে গল্পে কুরআন চিনি" - বইটি আল-কুরআনের তিনটি সূরা নিয়ে গল্প সাজানো হয়েছে। সূরা ফীল, সূরা কুরাইশ ও সূরা আল-মাউন। বইটির লেখক দক্ষ হাতে গল্পগুলো সাজিয়েছেন। গল্পে গল্পে সুরাগুলোকে উপস্থাপন করেছেন। প্রতিটি গল্পই জীবনঘনিষ্ঠ ও সহজেই মনে রাখার মতো। শিশু-কিশোরেরা, এমনকি আমাদের বড়রাও এই গল্পগুলো থেকে উপকৃত হতে পারবে ইন শা আল্লাহ!
আমরা আশা করি বইটি শিশুদের ভীষণ পছন্দ হবে। এই বই থেকে তারা এত সুন্দর সুন্দর গল্প জানতে পারবে যে, একবসায় কোন গল্প শেষ না করে তারা উঠতেই চাইবে না। গল্পে গল্পে সূরা তিনটির মূল বিষয়বস্তু সহজেই আত্মস্থ করতে পারবে ইন শা আল্লাহ!
আমাদের শিশু-কিশোরেরা আমাদের ভবিষ্যৎ। তাদের তরবিয়ত আমাদের হাতেই নিশ্চিত করতে হবে। যাতে করে তারা চিনতে পারে তাঁদের সৃষ্টিকর্তাকে। তাঁর পবিত্রে কালামকে। এ জন্য তাদেরকে গল্পে গল্পে কুরআন চিনিয়ে দিতে আমাদের এই আয়োজন। শিশুরা গল্পে গল্পে কুরআন চিনে একজন সত্যিকারের কুরআনের ছাত্র হয়ে উঠুক – এই দুআ ও প্রত্যাশায়।