"ইংলিশের অ্যান্টিবায়োটিক" বইটিতে গ্রামার শেখার সেই প্রচলিত ধারাকে পরিবর্তন করে সবচেয়ে ফলপ্রসূ উপায়ে শেখার অনন্য এক পদ্ধতি ব্যবহার করা হয়েছে। শুধু তাই নয়, একটি বিষয় পড়ার পর আলাদা করে যাতে কারো কাছে সেই একই বিষয় পুনরায় বুঝে না নিতে হয়, সেজন্য প্রত্যেকটি বিষয় উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দেয়া হয়েছে। এছাড়াও প্রত্যেকটি অধ্যায় সহজ, সাবলীল ও প্রাঞ্জল ভাষায় বিশ্লেষণের মাধ্যমে খণ্ড খণ্ড করে কঠিন ভাষার ব্যবহার না করা, পর্যাপ্ত অনুশীলন-এই বইটির অন্যতম বৈশিষ্ট্য। বইটি লেখার মূল উদ্দেশ্য হচ্ছে সঠিক বেসিক-এর মাধ্যমে শিক্ষার্থীসহ সকলের ইংরেজি গ্রামার সহ স্পোকেন-এর ভিত্তি শক্ত করা এবং পরীক্ষায় আশানুরূপ ফলাফল লাভে সাহায্য করা। এক কথায় বইটি পড়ে আপনি আপনার ইংলিশ টিউটর-এর স্বাদ পাবেন।
মোঃ মনিরুল ইসলাম রয়েল
তরুণ প্রজন্মের পাঠকপ্রিয় লেখক মোঃ মনিরুল ইসলাম (রয়েল) ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে লেখক ইবাইস বিশ্ববিদ্যালয় হতে ইংরেজি সাহিত্যে স্নাতক ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর এবং সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে এল,এল বি (অনার্স) সম্পন্ন করেন। লেখালেখির পাশাপাশি তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অতিথি শিক্ষক হিসেবে শিক্ষকতা করেন। ইংরেজি ব্যাকরণ ও ভাষা শিক্ষা নিয়ে তিনি বেশ কয়েকটি বই লিখেছেন যা ইতোমধ্যে পাঠক মনে বেশ জায়গা করে নিয়েছে। তাঁর লেখা “বেসিক English, Tense দিয়ে ইংলিশের পোস্টমর্টেম, Royal এন্টিবায়েটিক, R@yal’s Digital Grammar, Royal’s Magic Method, An Exclusive English Grammar, সবার জন্য Fill In The Blank “ বইগুলি দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে বেশ জনপ্রিয়তা ও পাঠকপ্রিয়তা পেয়েছে। ইংরেজির পাশাপাশি লিখেছেন কাব্যগ্রন্থ “প্রেমাঞ্জলি ও বেদনার ফুল”।