একজন মুসলিমের ঈমান রক্ষা করা তার জীবনের অন্যতম প্রধান কর্তব্য। ঈমান খুব স্পর্শকাতর, নাজুক একটা জিনিস। দৈনিক কতবার আমাদের ঈমান চলে যাচ্ছে ছোট ছোট কারণে বা বড় গুনাহগুলোর কারণে তা আমরা নিজেরাও জানিনা। এমনকি কোন কাজগুলো করা গুনাহ বা কোন গুণাহগুলো আমাদের ঈমানের বেশি ক্ষতির কারণ সেগুলো সম্পর্কেই আমাদের কোন জ্ঞান নেই।