আধুনিকতার ছোঁয়ায় আমরা যেমন জীবন উপভােগের নানান উপকরণ সহজেই পাচ্ছি, তেমনি তার জন্য আমাদের খেসারতও কম দিতে হচ্ছে না। মহামারি আকারে আমাদের সন্তানদের মধ্যে ছড়িয়ে পড়া ভিডিও গেমসের নেশা আর অক্টোপাসের মতাে ঘিরেধরা চারপাশের কমার্শিয়াল সেন্টার, শপিং মল, কমপ্লেক্সের ফিতনা-সমস্যাও আমাদের কম পােহাতে হচ্ছে না। কিন্তু আমরা কি অনুধাবন করতে পেরেছি সেই সমস্যা কতটা ভয়াবহ? সত্যি বলতে কি, এই বইয়ের কাজ হাতে না নিলে আমি নিজেও সেটা বুঝতে পারতাম না। বিশেষ করে ভিডিও গেমসের সমস্যা তাে ভয়াবহ আকার ধারণ করেছে। ভিডিও গেমসকে উপজীব্য করে যেভাবে আমাদের সন্তানদের মধ্যে ইসলামবিদ্বেষ, ভ্রান্ত আকীদা-বিশ্বাস আর দ্বীন বিনষ্টকারী নানান চিন্তা-চেতনা ঢুকিয়ে দেওয়া হচ্ছে তার সত্যিকারের চিত্র বইতে ফুটে উঠেছে; যা সত্যিই ভয়াবহ। অন্যদিকে শপিংমল, মার্কেটের আধিপত্য এবং আমাদের প্রজন্ম শপিং ম্যানিয়াক হয়ে ওঠা কীভাবে আমাদের দাম্পত্য জীবন এবং সামাজিক পরিবেশকে দূষিত করছে তারও একটা ভয়াবহ চিত্র এখানে তুলে ধরা হয়েছে। সেই সাথে ইসলামের আলােকে দুটো বিষয়কে চমৎকারভাবে বিশ্লেষণ করেছেন শাইখ সালেহ আল মুনাজ্জিদ। আমাদের এই বইটি মূলত শাইখের দুটি পুস্তিকার একীভূত রূপ।
The Epidemic of Electronic Games এবং The Rise of Commercial Centers: Problems and Solutions থেকে অনূদিত হয়েই বাংলায় রূপ নিয়েছে ইলেকট্রনিক গেমস এবং কমার্সিয়াল সেন্টারের মহামারি। দুজন অনুবাদক ছােটভাই শেইখ আসিফ এবং আশিকুর রহমান নিলয়ের ইংরেজি থেকে অনুবাদ শেষে সম্পাদনার কাজ হয়েছে কিছুটা। এরপর উস্তাদ আবদুল্লাহ আল মাসউদ এই মূল্যবান কাজের বাংলা সংস্করণটির শর'ঈ সম্পাদনা করেছেন। সমাজের সমস্যাগুলাে টার্গেট করা এবং সেটার সমাধানে ইসলামকে উপস্থাপন করার চেষ্টা থেকেই এই বইয়ের কাজ করা। ইসলাম বিনষ্টকারী যেকোনাে কিছু থেকে আমাদের ভবিষ্যৎ-প্রজন্ম, আমাদের পরিবারকে রক্ষা করা আমাদের ওপর এক মহান দায়িত্ব। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজ আমরা সেই দায়িত্বপালনে অবহেলা তাে করছিই, স্রোতের সাগরে ভেসে যাওয়া আমাদের প্রজন্মকে তুলে আনার জন্যও তেমন কোনাে পদক্ষেপ আমাদের নেই। আমরা আমাদের রবের কাছে আন্তরিকভাবে চাই, আল্লাহ এই বইটি যেন বাংলা ভাষাভাষী পাঠকের উপকারে আসে। ঈমান বিনষ্টকারী ফিতনা থেকে আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের সন্তানরা যেন হেফাজতে থাকে। আমীন।
মুহাম্মাদ সালিহ আল মুনাজ্জিদ
Title :
ইলেকট্রনিক গেমস এবং কমার্সিয়াল সেন্টারের মহামারি