একুশের ভাবনা শিরোনামে দৈনিক ইত্তেফাক-এ ২০০৭ সালের চৌঠা ফেব্রুয়ারি থেকে একুশে ফেব্রুয়ারি পর্যন্ত তাড়াহুড়োর মধ্যে একটি ধারাবাহিক কলাম লিখতে হয়েছিল। লেখাগুলোতে কিছু পুনরাবৃত্তি এবং সাময়িকতার ছাপ থাকলেও একুশকে কেন্দ্র করে বাংলা ভাষা, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ইত্যাদি নানা বিষয়ে বিভিন্ন প্রসঙ্গের অবতারণা হয়েছে যা হয়তো একেবারে মূল্যহীন নয়। শুদ্ধস্বর এর আগ্রহে এ লেখাগুলো দুই মলাটের ভেতরে ধরা থাকল।