ফ্ল্যাপের কিছু কথাঃ আধুনিক প্রযুক্তি, কারিগরি উৎকর্ষতা এবং জীবন ও সমাজঘনিষ্ঠ মাধ্যম হিসেবে টেলিভিশন বর্তমান বিশ্বে অত্যন্ত জনপ্রিয় গণমাধ্যম। বিশেষ করে সংবাদ সংগ্রহ, চিত্রায়ন, সম্পাদনা ও পরিবেশনায় টেলিভিশন লাভ করেছে নতুন মাত্রা। বাংলাদেশে নব্বিই দশকের শেষভাগে এসে নতুন নতুন প্রযুক্তি-নির্ভর টেরেস্ট্রিয়াল ও স্যাটেলাইট চ্যানেলগুলো নতুন ধারার অনুষ্ঠান ও সংবাদ নিয়ে দর্শকদের এই আগ্রহ পূরণে সমর্থ হয়। প্রতিটি চ্যানেলই তাদের জনপ্রিয়তা বৃদ্ধির লক্ষ্যে নিত্যনতুন চিন্তাধারার সমাবেশ ঘটিয়ে সুষম প্রতিযোগিতার দিকে এগিয়ে যাচ্ছে। প্রশিক্ষণ উপকরণ হিসেবে বিদেশী বই কিছু পাওয়া গেলেও মাতৃভাষায় এই বিষয়ে খুব বেশি একটা কাজ হয়নি। শুধু সাংবাদিকতায় অধ্যয়নরত ছাত্রছাত্রী নয়, এর বাইরেও ইলেকট্রনিক মাধ্যমে যারা কাজ করতে আগ্রহী তাদের জন্যও সম্প্রচার সাংবাদিকতার প্রাথমিক বিষয়গুলো সহজ সরলভাবে মাতৃভাষায় তুলে ধরা হয়েছে বইটিতে। আশা করি তথ্যগত ও তত্ত্বগত আধুনিক প্রযুক্তি-নির্ভর সম্প্রচার সাংবাদিকতা বিষয়ক বাংলা বই-এর অভাব এই বইটি পূরণ করবে।
সূচিপত্র * সংবাদ ও সাংবাদিকতা * ভিডিও প্রযুক্তি ও তথ্য সম্প্রচার * ভিডিও প্রযোজনা * স্ক্রিপ্ট লিখন * ভিডিও ক্যামেরা * আলোকসম্পাত * শব্দ * সম্পাদনা * রূপসজ্জা * সহায়ক গ্রন্থ