“আমাদের গেছে যে দিন, একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি।” রবীন্দ্রনাথের হঠাৎ দেখা কবিতার এই লাইনগুলোই যেন বারবার ফিরে আসতে চায় প্রদীপ চক্রবর্তীর এই গল্পগুলো পড়তে গিয়ে।
গত শতাব্দীর মাঝামাঝিতে ফেলে আসা ভাটি অঞ্চল, নরসুন্দা নদ, একাত্তরের অমোচনীয় ক্ষত আর কিছু বিচ্ছিন্ন সম্পর্কের গল্প-অনুভূতি নিয়ে লেখা একটি খণ্ডিত চাঁদ নিঃসন্দেহে পাঠককে নিয়ে যাবে স্মৃতির গভীরে। তাকে করে তুলবে বিষণ্ন। বিষণ্নতারও রয়েছে আলাদা সৌন্দর্য। প্রদীপ চক্রবর্তীর এইসব বিষণ্ন সুন্দর গল্পে আপনাদের স্বাগত ।