"একটি ভাষণ একটি দেশ" বইয়ের ফ্ল্যাপের লেখা:
আধ্যাত্মিক ও রাজনৈতিক বাস্তবতার ভিতর থেকে যিনি প্রকাশ করেন স্বজাতির হাঁড়ি ও নাড়ির খবর, সৃষ্টি করেন ক্ষয়ে যাওয়া সময়ের ঘুরে দাঁড়াবার শক্তি, তরুণ প্রজন্মের এগিয়ে চলার সাহস- তিনি আমাদের প্রিয়। কবি রাসেল আশেকী। বাংলা ভাষার গণনন্দিত কবিকণ্ঠ রাসেল আশেকী নব্বই দশক থেকে কবিতাঙ্গনে আলােড়ন সৃষ্টিকারী এমনই এক প্রতিভা যিনি দশক শতক ছাপিয়ে এ সহস্রাব্দের বাংলা কবিতার প্রাণপুরুষ, বাংলাদেশের অন্যতম প্রধান কবি। তাঁর কবিতা মা মাটি দেশ ও মানুষের অনিঃশেষ এক অন্তৰ্কৰ্থন। সমকাল, সমজীবন ও সমপৃথিবী তাঁর শক্তিমান-উচ্চারণে পায় নতুন গতি এবং অনন্তের আলােকদিশা।