তুমি চাও বা না চাও, প্রতিটি দাগের আড়ালে লুকিয়ে থাকে ইতিহাস রেখা । ক্যান্ডুলাস, গাইজেস, সত্য-অর্ধসত্য-মিথ্যা-এই সময় আর আমাদের মেক-বিলিভড বেঁচে থাকাথাকি! ‘অথচ সাতাশটি উজ্জ্বল তারার বিবর্তনে বাবার মন এখন কু গাইছে দড়িগুলো মাকে ডাকে, আয়... বোনের বিনুনি খুলে বেরিয়ে আসছে উড়ন্ত কফিন' অস্পষ্টতা থেকে চক্ষুম্মানতা, দূর বা অনতিদূর, জ্বলে আছে যে একক নাত্র, সে হয়ত আলো ছড়ায়, বা ছড়ায় না, শুধুই দেখে। বহুদূর থেকে সমগ্রকে অবলোকন, এবং অবশ্যই তাকে অতিক্রম করে সীমানা পার করিয়ে দেওয়াই যদি দর্শন হয়, তবে এই কাব্যগ্রন্থের সব কবিতাই সত্যের প্রিজমে দেখা ইতিহাসের এক্সটেনশন, কাব্যের মোম আলোয়, যা 'একটি আত্মঘাতী ফুল'! ঋতুরঙ্গে ভরা নানা কিসিমের গল্পগাছা, প্রস্থান বিন্দু, আর পরিণত মেঘ অদিতির কলমে আঁকা শস্য আর শস্যহীনতার আরমালা আপাতত আপনার পাঠমগ্নতার অপেক্ষায়...