নানামাত্রিক জীবনের ঘ্রাণ আছে কিংবা আছে অদেখা জনপদের অলিগলি, কোথায় মেলে সেইসব অভিজ্ঞতা? তবে যেতে হয় যেখানে সেইসব গল্প আছে বিস্তৃত বর্ণনায়। নানান জনপদের নানান চরিত্রের মানুষের কথা ঝলমল করছে বিভিন্ন বিচ্ছিন্ন উপন্যাসে। আবার কখনও সেই জনপদ থেকে উঠে আসা মানুষেরা নাগরিক জীবন ছুঁয়েছে, কথা বলেছে অন্য স্বরে। তাদের জীবনের মানচিত্র হয়তো অন্যরকম। কেমন এই বিচিত্র ব্যাপার? কখনও গ্রামীণ আবার কখনও নাগরিক, বিভিন্ন প্রেক্ষাপটে লেখা এক ঝাঁপি উপন্যাসের সংগ্রহ ‘একসঙ্গে লুৎফর হাসান’।
লুৎফর হাসান
লুৎফর হাসান জন্ম : ১৬ ফেব্রুয়ারি। নবগ্রাম, গোপালপুর, টাঙ্গাইল। পড়ালেখা : গোপালপুর আলিয়া মাদ্রাসা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়। পেশা : বেশ কিছু প্রতিষ্ঠানে শিক্ষকতা থেকে শুরু করে জানালার পর্দা ও অন্যান্য ঘর গেরস্থালি নানান পণ্যের ভ্রাম্যমাণ বিক্রয়কর্মী, পত্রিকার প্রদায়ক, স্ক্রিপ্ট রাইটার, গীতিকার, সুরকার, গায়ক, টেলিভিশনের প্রযোজক। কিন্তু শেষ পর্যন্ত থিতু হয়েছেন গানচিল মিউজিক এর হেড অফ অপারেশন্স হিসেবে। নেশা : গান গাওয়া, গান সংগ্রহ ও লেখালেখি। গেয়েছেন- ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো, ভাবনার রেলগাড়ি, একলা আগন্তুক, বন্ধু তোমার ছুটি মেলে না এবং আরও বেশ কিছু গান। গান লিখেছেন ও সুর করেছেন তিন শতাধিক। স্বপ্ন : একমাত্র কন্যা দুপুর বড় হয়ে তার মাকে বলবে ‘তুমি আমার বাবাকে চিনতেই পারো নাই'।