আমার কাছে কবিতা হলাে- ঐশীপ্রাপ্ত ও বাস্তবলব্ধ মানবিক মূল্যবােধের ভাবসমৃদ্ধ ছন্দবদ্ধ প্রকাশ, যা একটি নির্দিষ্ট ছকে মনের মাধুরী মিশিয়ে লেখক লিপিবদ্ধ করে থাকে। বৈশ্বয়িক, রাষ্ট্রিক, সামাজিক, পারিবারিক ও ব্যক্তিকেন্দ্রিক বিভিন্ন আগ্রাসন-নিপীড়ন-শােষণ এবং মানবিক বিপর্যয়ের প্রাবল্যতা এবং নিয়তির কিছু অবােধ্য নির্মমতার খঞ্জর আমার বিবেকবােধকে জর্জরিত করে প্রতি মুহূর্তে। মানুষের উপর মানুষের এবং প্রকৃতির উপর প্রকৃতির, আবার প্রকৃতির উপর মানুষের এবং মানুষের উপর প্রকৃতির ধ্বংসযজ্ঞ ভীষণভাবে আমার ব্যথাকে প্রস্ত করে।