আপনার বিড়াল দুইটা কই থেকে আনছেন?
কমলদাহ রোড থেকে আনছি। একটার নাম রাখছি গুপী। আরেকটার নাম বাঘা।
তাই নাকি! কিন্তু গুপী-বাঘা নাম কেন?
সম্রাট দৃঢ় গলায় বলল, প্রত্যেক হীরক রাজার দেশেই একজোড়া গুপী-বাঘা জন্মায়।
চমকে গেল তোহা। এই লোক বলে কী!
বিড়ালজোড়া গুপী-বাঘা হলে আপনি কি তবে মাস্টারমশাই?
প্রয়োজনে আমরা সবাই মাস্টারমশাই। দড়ি ধরে মারবো টান। রানি হবে খান খান। হা হা।
পরাগ ওয়াহিদ
Overall Ratings (0)