নাসিমা আক্তার নিশা একজন সেরা উদ্যোক্তা তৈরির কারিগর তা আমরা সবাই জানি। কিন্তু এই সেরা হবার পেছনের গল্পটা আমরা কেউ জানি না। তাঁর ছোট থেকে বড় হবার গল্প, স্কুল জীবন, কলেজ জীবন, প্রেম, বিবাহিত জীবন, বিরহের জীবন, এগিয়ে যাবার সংগ্রাম এবং একজন সফল উদ্যোক্তা হবার গল্প সবকিছু জানতে হলে পড়তে হবে ‘একজন নিশার গল্প'।
নাসিমা আক্তার নিশা
নাসিমা আক্তার নিশা ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)-এর পরিচালক ও স্টার্ট-আপ রেভেরি কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক। তিনি প্রায় ১৫ লাখ নারী উদ্যোক্তাদের প্লাটফর্ম উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরামের (উই) প্রতিষ্ঠাতা। ২০০৫ সালের ১৮ নভেম্বর বাবার ব্যবসা প্রতিষ্ঠান ‘বনরূপা’তে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০১০ সালে ‘রেভেরি কর্পোরেশন’ নামে গেমিং সফটওয়্যারের প্রতিষ্ঠান দাঁড় করান। পাশাপাশি ‘এক্সপোটেক্স ফ্যাশন’ নামে একটা গার্মেন্টস ব্যবসা শুরু করেন। জন্মগ্রহণ করেন ১৯৮২ সালের ৮ আগস্ট ঢাকার বনানীতে। বাবা মরহুম হাজী মো. সাহাব উদ্দীন এবং মা সাজেদা বেগম। বনানী মডেল স্কুল থেকে এসএসসি করেছেন। এরপর আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ও সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্র্যাজুয়েশন শেষ করেন ২০১২ সালে। ২০০৬ সাল থেকেই বাবার নামে একটি ফাউন্ডেশন গড়ে তুলেছেন। এই ফাউন্ডেশন থেকে প্রতি বছর তৃতীয় শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুলের শিক্ষার্থীদের 'হাজী সাহাব উদ্দীন স্মৃতি বৃত্তি' নামে বৃত্তি দিয়ে থাকেন তিনি। শজুড়ে নারীর ক্ষমতায়ন ও নারী উদ্যোক্তা তৈরিতে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তিনি ডব্লিউআইসিসিআই অ্যাওয়ার্ড-২০২১ লাভ করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক সন্তানের জননী।