মৃত্যু এই পৃথিবীর এক অপার রহস্য। কেউ গিয়ে ফিরে এসে বলেনি, এটা এমন এমন। কী রকম আসলে পরকাল? ঈশ্বর ঠিক কোথায় থাকেন? এই শরীর নাকি পঞ্চভূতে বিলীন হয়। তাহলে আত্মা? আত্মা নাকি অবিনশ্বর। এসবকিছুর মাঝখানে তো কেউ কেউ মরেও অমর হয়ে যান। কারণ কীর্তিমানের মৃত্যু নেই। কর্ম তাঁদের মহাকালের পথের যাত্রী করে দেয়। এইসব আধ্যাত্মবাদ, ঈশ্বরবিশ্বাস, মৃত্যুচেতনা, ধর্মচিন্তা, পুনর্জন্ম, পরজন্ম, আত্মা, শরীর নিয়ে কী ভাবেন নন্দিতজন? জীবনের শেষদাগে দাঁড়িয়ে তাঁরা বলেছেন আত্মদর্শনমূলক চেতনার কথা এখানে মৃত্যু নেই সংকলনগ্রন্থের দ্বিতীয় খণ্ডে। সঙ্গে রয়েছে তাঁদের কর্মমুখর জীবনের নানান রঙিন গল্প। দ্বিতীয় খণ্ডে রয়েছেন প্রতুল মুখোপাধ্যায়, জয় গোস্বামী, ধৃতিমান চট্টোপাধ্যায়, বাণী বসু, ফেরদৌসী মজুমদার, আমজাদ হোসেন, মুর্তজা বশীর, নিমাই ঘোষ ও হেলাল হাফিজ।