তথ্যপ্রযুক্তির যুগে, আজকাল যেকোনো বিষয় সম্পর্কে চাইলেই জানা যায় দুই তিন ক্লিক-এ। এতে ভালো যেমন হয়েছে,খারাপও হয়েছে অনেক। েইনফরমেশন ওভারফ্লো-এর কারণে ভালো তথ্যের সংখ্যা যেমন বেড়েছে, খরাপ তথ্যের সংখ্যাও বেড়েছে। তাই আজকে আর ইন্টারনেটে যেয়ে কোনো বিষয়ে রিসার্চ করে সহজে তা শেখা যায় না অনেকক্ষেত্রেই। এই বইটা আপনার শেখাকে সহজ করতে সাহায্য করার কথা। কোন ক্যারিয়ারগুলোতে যাওয়া উচিত, বিষয়গুলো কিকি বা কী করলে / না করলে ভালো হয়- তা নিয়েই কতা বলা বইটিতে। খুব জটিল কিছু না, আবার খুব সহজও না। সহজ বা জটিল ব্যাপারটা আপেক্ষিক, যা বদলে যাবে আপনার আগ্রহের পরিমাণের ওপরে নির্ভর করে।