দেশবরেণ্য গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গীর গানকবিতার সংকলন "একদিন ঘুম ভাঙা শহরে"। এই বইতে লিরিকের সাথে গিটার কর্ডস সংযুক্ত করা হয়েছে। " একদিন ঘুম ভাঙা শহরে", "আজ যে শিশু", হৃদয় কাদামাটির কোনো মূর্তি নয়", " সময় যেন কাটে না"-এর মতো সব গান স্থান পেয়েছে এই ভিন্নধর্মী বইতে।