'একাত্তরের মিলিটারি ভূত' অর্জন করল এম নুরুল কাদের ফাউণ্ডেশন শিশু সাহিত্য পুরস্কার ২০১৩। গত ২ মে শুক্রবার ২০১৪ প্রখ্যাত শিল্পী কাইয়ূম চৌধুরীর হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেন গ্রন্থের লেখক হুমায়ূন কবীর ঢালী।
উপন্যাসের ফ্ল্যাপের কিছু কথাঃ লেখাঃ এক সকালে ছোট্ট বিজয় দোকানে তেল আনতে গিয়ে আর ফেরে না। রাজাকারদের সহযোগিতায় মিলিটারিরা বিজয়কে ক্যাম্পে ধরে নিয়ে যায়। এর আগে ক্যাম্পে ধরে নিয়ে গেছে অনেকের সাথে রতনকেও। রতন একই পাড়ার। রতন আর বিজয়কে আটকে রাখে একটা ঘরে। যে ঘরটা কয়দিন আগেও বিজয়ের শ্রেণিঘর ছিল। তারই প্রিয় শ্রেণিঘরে বিজয় এখন বন্দি। বিজয় ও রতনকে ধরে নিয়ে গেছে এই খবর চলে যায় মুক্তিযোদ্ধাদের কাছে। মুক্তিযোদ্ধা রফিকের নেতৃত্বে পরিকল্পনা হয় ক্যাম্প থেকে বিজয় ও রতনকে উদ্ধারের। এদিকে বিজয় ও রতন পরিকল্পনা করে ক্যাম্প থেকে পালানোর। শ্রেণিঘরের পেছনের জানালা দিয়ে পালাতে প্রস্তুতি নেয় ওরা দুজন। ঠিক এসময় ঘরে ঢুকে ইনুস রাজাকার... এরপর? একদমে পড়ার মতো একটি দুর্দান্ত একটি বই।
হুমায়ূন কবীর ঢালী
হুমায়ূন কবীর ঢালী নারায়ণগঞ্জের গোদনাইলে ১৯৬৪ সালের ৩০ অক্টোবর জন্মগ্রহণ করেন। তার পৈত্রিক নিবাস চাঁদপুর জেলার সিকিরচর গ্রামে। তিনি কলেজ জীবন থেকে লেখালেখি শুরু করেছেন। তখন তিনি বিভিন্ন ম্যাগাজিনে লেখালেখি করতেন। মূলত তিনি প্রথমে লেখালেখি শুরু করেন প্রেমের উপন্যাস নিয়ে। পরবর্তীতে শিশুসাহিত্যের দিকে ঝুঁকে পড়েন। এতে দেশে এবং বিদেশে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। আর বর্তমানে শিশুসাহিত্য নিয়েই লেখালেখি করেন। তার লেখা শিশুসাহিত্য বিদেশের অনেক দেশের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হয়েছে গ্রিস ও ফিলিপাইনের পাঠ্যসূচিতে তার লেখা A Cowboy And A Magic Mango Tree শিশুতোষ লেখাটি অন্তর্ভুক্ত হয়েছে। এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা থেকে ভারতের উড়িয়া ভাষায় তার বই প্রকাশিত হয়েছে। তিনি আমাদের পাঠাগারের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ শিশুসাহিত্যিক ফোরামের আহ্বায়ক।