সুখের সন্ধানে পালাব কোথায় সরুগলি, মফস্বল, রাজপথ, মহানগর আত্মসর্বস্ব জীবনের প্রত্যাশা পূরণ বড্ড নির্মম হাঁপ ধরা পুরনো কথন। স্বপ্ন ফুরায়, দহে প্রাণ অশ্রুজলে হয় দিন অবসান তৃষ্ণার্ত আমি চাতকের মতো খুঁজে ফিরি আমার দিনবদলের সুখের তরী। স্নেহ, বিশ্বাস, লোভ, ঘৃণা, মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ও মধ্যবিত্তের টানাপড়েন নিয়ে প্রতিদিনের গল্পকথন সুউচ্চ দালান থেকে ছাপড়া ঘরে একইরকম। শব্দরা সেখানে একইরকম কোলাহল করে, বৃষ্টিভেজা দিনে হাওয়ার কোমল পরশ বা রোদে পোড়া দিনের লম্বা দুপুরে ভাতঘুম শেষে সুখপাখির ঘ্রাণ। জোছনা রাতে তারার ফুল ঝরে ঘুমন্ত নগরে। বন্ধ জানালায় বাধা পেয়ে সেই ফুল ছড়িয়ে পড়ে শহরময় এক টুকরো সুখের খোঁজে।
বন্যা হোসেন
Overall Ratings (0)