আধুনিক বিশ্বসাহিত্যের অবিস্মরণীয় সাহিত্যস্রষ্টা জেমস জয়েস-এর অনবদ্য সৃষ্টি এক তরুণ শিল্পীর প্রতিকৃতি। এটি একটি আংশিক-আত্মজৈবনিক ও চেতনাপ্রবাহী ধারার উপন্যাস। এর কাহিনী গড়ে উঠেছে স্টিফেন ডিডেলাস নামের এক ব্যক্তিকে কেন্দ্র করেÑ যে জয়েসরই আবার এক আত্মস্বরূপ বা দ্বিতীয় সত্তা। উপন্যাসটি চেতনাপ্রবাহী বলে মনস্তত্ত্বের অবচেতন বা সাব-কনসাসের প্রাধান্য লক্ষ করা যায়। উপন্যাসটিতে খ্রিষ্টধর্মের প্রসঙ্গ এক বিরাট অংশ জুড়ে থাকলেও আধুনিকতার সব উপাদান এতে বর্তমান। এই উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৯১৪-১৫ সালে ইগোইস্ট ম্যাগাজিনে। এবং গ্রন্থবদ্ধরূপে প্রকাশ পায় ১৯১৬ সালে নিউইয়র্ক থেকে।
জেমস জয়েস
জেমস জয়েস (১৮৮২-১৯৪১) জন্ম নেন ডাবলিন-এ। তিনি বিংশ শতাব্দীর অন্যতম একজন বিশিষ্ট ও প্রভাবশালী লেখক। আধুনিকতাবাদী আভাঁ-গার্ড আন্দোলনের মুখ্য রূপকারও। শিক্ষালাভ করে জেসুইট স্কুল ও ডাবলিন বিশ্ববিদ্যালয়ে। Ulysses তাঁর অবিস্মরণীয় সৃষ্টি। তাঁর অন্য কয়টি উল্লেখযোগ্য রচনা : ছোটগল্প সংগ্রহ Dubliners (১৯১৪) এবং উপন্যাস A Portrait of the Artist as a Young Man (১৯১৬) ও Finnegans Wake (১৯৩৯)। অনুবাদক : জাকারিয়া শিরাজী (১৯৪১) ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে অনার্স (১৯৬৪)। তিনি বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই লেখেন। তাঁর অনুবাদ, প্রবন্ধ ও সমালোচনা বিষয়ক বইপত্র প্রকাশিত হয়েছে। তিনি বর্তমানে ডেইলি সান পত্রিকায় উপদেষ্টা সম্পাদক হিসেবে কর্মরত।