লোকালয় ছেড়ে রোজ যাই আমি সে নীলাভ বালুচরে, আরো যাই গাঁয়ের শেষের সেই পদ্ম-ফোঁটা ঝিলের ধারে;
তবে একাকী-একেলা,গোধূলির বেলা,চারিদিকে শুনশানতা,মন্দ মধুর হাওয়া,পদ্মবনের প্রেমময় দুল্যমান ডানা ঝাপটানি,শাপলাবনের ঝোপের ফাঁকের ঢ্যাঁপ সরিয়ে চুনো তিঁত পুঁটি ধরা।আহা! এ যেন অনুভূতির সুখে পৃথিবীর বুকে এক চিলতে সুবর্ণের চিরহরিৎ স্বর্গ।
তবে আমিই এ নির্জন-আপন-একাকিনী স্বর্গের অকাট্য অধিপতি,আমিই এ নন্দনকাননের একচ্ছত্র মালিকানাধারী।
হৃদয় হাসান মুন্না
Overall Ratings (0)