রেলিং ধরে উঠে দাঁড়াতে গেল জয়িতা। টের পেল হাতে শক্তি পাচ্ছে না। পা পিছলে যাচ্ছে বৃষ্টির পানিতে। কিন্তু উঠে দাঁড়াতে হবেই।মৃত্যুর আরো অনেক উপায় নিয়ে ভেবেছে। এখান থেকে পড়ে মরে যাওয়ার মতো নিশ্চিত মৃত্যু আর কোথাও খুঁজে পায়নি।
শক্ত করে রেলিং ধরে সরু রেলিঙের উপর উঠে দাঁড়াল জয়িতা। পাঁচ ইঞ্চি ইটের রেলিঙে ভারসাম্য রক্ষা করে দাঁড়িয়ে থাকা কঠিন। কিন্তু অসীম মূন্যতায় পা বাড়ানোর আগে শেষবারের মতো বুক ভরে নিঃশ্বাস নিতে চাইল, শেষবারের মতো চারপাশের অন্ধকার, বৃষ্টির শীতল স্পর্শ শরীরের প্রতিটি রোমকূপে অনুভব করে নিতে চাইল।
চোখ বুজে শেষবারের মতো বৃষ্টির শীতল স্পর্শ অনুভব করে নিলো। বড় একটা নিঃশ্বাস নিয়ে পা বাড়াতে চাইল জয়িতা...